• সারাদেশ

    কর্মসংস্থান বন্ধ থাকায় বারকি শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন

      প্রতিনিধি ২ মার্চ ২০২৩ , ৬:২২:৫২ প্রিন্ট সংস্করণ

     

     

    এনামুল হক স্টাফ রিপোর্টার:

     

     

    সিলেটের গোয়াইনঘাট জাফলং বারকি শ্রমিকদের কর্মস্থল বন্ধ করায় সাধারণ শ্রমিকরা আজ রাস্তায় এসে দাঁড়িয়েছেন, সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের দাবিতে বারকি শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ এবং অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

     

    (২৮ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাফলং ব্রীজ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সামনে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় বিক্ষোভ বারকি শ্রমিকরা।এসময় এক প্রতিবাদ সভা ও কর্মসূচী অনুষ্ঠিত হয়।

     

    জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারী বহুমুখী সমবায় সমিতির সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা নাজমুল হোসাইন নাজিমের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, মিনহাজুর রহমান, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি ছবেদ আহমদ , জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফুল মির্জা, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, আব্দুস সালাম।

     

    জাফলং ট্রাক চালক সমিতির সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া, মধ্য জাফলং শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মো.শামীম আহমদ, সহ আরো বিভিন্ন এলাকা থেকে আগত শ্রমিকরা মহা সড়ক অবরোধ করেন। আন্দোলনের কারণে সিলেট তামাবিল মহাসড়কে টানা ৪ ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

     

    এতে করে পথচারী,যাত্রী বহনকারী বাস মিনিবাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। সভায় বক্তারা বলেন,

    বারকী শ্রমিকদের কর্মসংস্থান কার ইশারায় বন্ধ করে রেখেছেন, অনিতিলম্বে আমাদের কর্মসংস্থান খুলে দিন,

    এসময় আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন।

     

    অসহায় হতদরিদ্র বারকি শ্রমিকদের , দুঃখ দুর্দশার কথা চিন্তা করে ১ দিনের সময় নিয়ে তাদেরকে আশ্বস্ত করেন যে, আপনারা আপনাদের আন্দোলন স্থগিত করেন আমরা দলীয়ভাবে উপর মহলের সাথে যোগাযোগ করে আপনাদের, কাজে ফেরার সুযোগ করে দেওয়া হবে ইনশাআল্লাহ,

    এসময় শ্রমিক নেতারা ও উনার আশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে, উনাকে ১ দিনের সময় দেন,

    এবং শ্রমিক নেতারা আরও বলেন আগামী দুই দিনের ভিতর যদি শ্রমিকরা নদীতে কাজ করতে না পারে, তাহলে আরো বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ