প্রতিনিধি ২ মার্চ ২০২৩ , ৬:২৭:০০ প্রিন্ট সংস্করণ
আহসান স্টাফ রিপোর্টার :
‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (০২ মার্চ) জাতীয় ভোটার দিবস-২০২৩ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস, ভোলার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জনাব তৌফিক ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলার সভাপতিত্বে Guest Of Honour হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
এ সময় জনাব আব্দুল মমিন টুলু, জেলা পরিষদ চেয়ারম্যান ভোলা, জনাব সৈয়দ শফিকুল হক, জেলা নির্বাচন অফিসার, ভোলা, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।