প্রতিনিধি ৪ মার্চ ২০২৩ , ১:৫৮:০৮ প্রিন্ট সংস্করণ
বুটেক্স প্রতিনিধি : গতকাল ৩ মার্চ শুক্রবার বিকাল ৪ টা ৩০ ঘটিকায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে বুটেক্স বাঁধন ইউনিটের নতুন কমিটির ঘোষণা করা হয়। নতুন এই কমিটিকে প্রত্যাহার করেছে বাধনের সাথে যুক্ত থাকা একদল শিক্ষার্থী।
এ ব্যাপারে অভিযোগকারীদের একজন নাজির আহমেদ বলেন, এখানে যারা যোগ্য ছিলো এরকম লোকদের পদ না দিয়ে যারা অযোগ্য তাদের পদ দেওয়া হয়েছে। এখানে সাবেক সভাপতি, সাধারন সম্পাদক স্বজনপ্রীতি করেছে। এবং নিদিষ্ট কিছু এলাকার শিক্ষার্থীরা সবসময় এ বাধনের পদ পেয়ে থাকে, অন্যরা যোগ্য হলেও তাদের স্থান দেওয়া হয় না। তিনি বলেন,বাঁধনের মতো এরকম সুন্দর স্বেচ্ছাসেবক সংগঠনের এরকম স্বজনপ্রীতি কখনোই কাম্য নয়।তারা এই কমিটি মানে না,এখানে যোগ্যদের স্থান হয় নাই এরকম অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে সদ্য সাবেক সাধারণ সম্পাদক রুবেল আল পিয়াস জানান যে, এখানে স্বজনপ্রীতির কোনো সুযোগ নাই। যারা যোগ্য তারাই স্থান পেয়েছে। তিনি আরো বলেন,বাঁধনের গঠন তন্ত্র অনুযায়ী যারা দীর্ঘদিন ধরে বাঁধনের সাথে যুক্ত তারাই নতুন সভাপতি, সাধারণ সম্পাদক হয়েছেন।যারা নতুন নতুন বাধনের সাথে যুক্ত হয়ে কাজ করেছে তারা পদে আসতে পারেন নাই।
তাছাড়া তিনি অভিযোগকারীদের বিরুদ্ধে বলেন,তারা কমিটির নাম প্রকাশের সময় বুটেক্স বাঁধন ইউনিটের উপদেষ্টাদের সামনে চেয়ারে,দরজায় লাথি দিয়ে হল কক্ষ ত্যাগ করে।যা খুবই অপ্রত্যাশিত ছিলো।