• সারাদেশ

    মহামারিতে কুমিল্লার চিকিৎসকরা সবচেয়ে সাহসিকতা দেখিয়েছে: এমপি বাহার

      প্রতিনিধি ৪ মার্চ ২০২৩ , ২:০১:৩৫ প্রিন্ট সংস্করণ

     

    সোহরাওয়ার্দী খান, কুমিল্লা

     

    কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, করোনা মহামারির সময়ে কুমিল্লার চিকিৎসকরা সবচেয়ে বেশি সাহসিকতা দেখিয়েছে। আমরা তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহস যুগিয়ে করোনা মহামারি মোকাবেলা করেছি। সারাবিশ্বে করোনা করোনা মহামারিতে যখন চিকিৎসকদের প্রাণহানির খবর সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছিলো- তখন কুমিল্লার চিকিৎসকরা কেউ ঘরে বসে থাকেন নি। তারা করোনা আক্রান্তদের চিকিৎসায় হাসপাতালে ছুটে এসেছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের প্রতি আমাদের চাওয়া একটাই- তারা যেন সব সময় সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে থাকেন।

    গতকাল শুক্রবার সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে জেলা স্বাস্থ্য বিভাগ কুমিল্লার আয়োজনে বার্ষিক ক্রীড়া ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, আমার বর্তমানে বাংলাদেশকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা পরিচালিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই।

    সিভিল সার্জন ডা. নাছিমা আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মুহাম্মদ খুরশীদ আলম, বিএমএ সভাপতি ডা. আবদুল বাকী আনিস, মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল আজাদ, মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিক।

    এছাড়াও উপস্থিত ছিলেন বিএমএ সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, স্বাচিব সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ