• সারাদেশ

    নওগাঁয় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা

      প্রতিনিধি ৭ মার্চ ২০২৩ , ৯:৫৯:১৪ প্রিন্ট সংস্করণ

     

    শহিদুল ইসলাম,স্টাফ রিপোর্টার

     

    সোমবার ধামইরহাট এলাকায় অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে পাঁচটি ব্যবসায় প্রতিষ্ঠানের মোট ১৭০০০ ( সতেরো হাজার) টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রুবেল আহমেদ।

     

    জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুত্রে জানা যায় নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ধামইরহাট বাজার এলাকায় মুরগীর বাজার, ভ্যারাইটিজ স্টোর ও খাবার হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কার্যের অপরাধে ০৫ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১৭,০০০/-(সতেরো হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

     

    জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রুবেল আহমেদ জানান, জেলায় ভেজাল ও নকল বিরোধী এধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ধামইরহাট থানা পুলিশের একটি চৌকষ টিম সহযোগিতা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ