প্রতিনিধি ৮ মার্চ ২০২৩ , ১:২০:১৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ খাগড়াছড়ি জেলার সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম মোহাম্মাদ নুরুল আমিন। জীবনের শুরুতেই তিনি ঢাকামুখি সাংবাদিকতায় জড়িয়ে পড়েন,নব্বই দশকের শুরুতেই সাংবাদিকতায় হাতেখড়ি,ঢাকায় সাংবাদিকতা করাকালীন সময়ে অনেককেই সাংবাদিকতা পেশায় সুযোগ করে দিয়েছেন। নিজ এলাকা খাগড়াছড়ি ফিরে এসে অসংখ্য নবীনদের এ মহান পেশায় কাজ করার সুযোগ করে দিয়েছেন। এ জন্য তাঁকে সাংবাদিকতা জগতে সাংবাদিক গড়ার কারিগর বলা হয়। র্দীঘ প্রায় ৩২ বছর যাবৎ সাংবাদিকতার পেশায় নিজেকে নিয়োজিত রেখে অদম্য সাহসের সাথে অন্যায়ে বিরুদ্ধে আপোষহীন সাংবাদিকতার মাধ্যমে ক্ষ্যাতি অর্জন করা প্রবীন সাংবাদিক, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম বর্তমানে লিভার ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্যতায় ভুগছে। শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।