• সারাদেশ

    পাবিপ্রবির ফার্মেসি বিভাগে সেমিনার

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ২:৩৮:৩১ প্রিন্ট সংস্করণ

     

    নাজমুল ইসলাম,পাবিপ্রবি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) ফার্মেসি বিভাগে গবেষণা প্রকল্পের উপরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহায়তায় এবং ফার্মেসি বিভাগের শিক্ষক আশীষ কুমার সরকার, মনিরুল ইসলাম ও মোছা: রেশমা আক্তার এর তত্বাবধানে পরিচালিত গবেষণা প্রকল্পের উপরে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

     

     

    সোমবার (১৭ অক্টোবর) সকালে ড. এম. এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে মোট তিনটি গবেষণা প্রকল্পের উপরে এ তথ্যবহুল আলোচনা হয়।

     

    ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার সরকার “Exploration of awareness, attitude and practice of youngs’ of Pabna district concerning drug addiction” এর উপরে গবেষণা পরিচালনা করেন। তিনি সেমিনারে জানান- এই গবেষণা প্রকল্পের জরিপে ৬০০ জন সাধারণ মানুষের মধ্যে প্রায় ১৫০ জনের বেশি মানুষের মাদকাসক্তির সঙ্গে সংশ্লিষ্টতা পেয়েছেন। এছাড়াও প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নারীদের তুলনায় পুরুষের মাদকাসক্তির সংশ্লিষ্টতা অধিক(প্রায় ৯৫ শতাংশ)। এ গবেষণায় তিনি, সমাজে মাদকাসক্ত নাগরিকদের নিয়ে মানুষের বিরূপ প্রতিক্রিয়া ও সমাজে তাদের গ্রহণযোগ্যতা হ্রাসকে মাদকাসক্তি থেকে বের হয়ে আসতে না পারার অন্যতম বড় কারণ হিসেবে চিহ্নিত করেন। এছাড়াও মাদক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মাদকের দাম বৃদ্ধি ও আইনের কঠোর বাস্তবায়নে মাদকাসক্তি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

     

    একই বিভাগের সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম ” Human health risks evaluation by assessing the microbiological and physiochemical quality of drinking water of student residences of Pabna University Of Science and Technology,Bangladesh” এর উপরে গবেষণা পরিচালনা করেন। তিনি সেমিনারে জানান- এই গবেষণা প্রকল্পের জরিপ পর্যালোচনা করে দেখতে পান যে, ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা সুস্থ থাকতে নিয়ামক হিসেবে কাজ করে। জরিপে দেখা যায়, যারা প্রাত্যহিক জীবনে নিয়মিত সাবান দিয়ে হাত পরিস্কার করেন, পোশাক-পরিচ্ছদ ও আনুষাঙ্গিক পরিচ্ছন্নতা বজায় রেখে চলেন তাদের অসুস্থতার হার অনেকাংশেই কম।

     

     

    এছাড়াও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মোছা: রেশমা আক্তার ” Current status of adoption of pregnancy and nature of its major complications experienced among women of urban and rural area in Bangladesh ” এর উপরে গবেষণা পরিচালনা করেন। তিনি সেমিনারে জানান- এই গবেষণা প্রকল্পের আওতায় তিনি পাবনা জেলার বেড়া ও সাথিয়া উপজেলার সন্তানসম্ভবা মায়েদের তথ্য নিয়ে বিশ্লেষণ করেছেন। এই জরিপে গ্রামাঅঞ্চলের স্বল্পশিক্ষিত ও অশিক্ষিত মায়েদের মধ্যে গর্ভাবস্থা সংশ্লিষ্ট জটিলতা বেশি লক্ষ্যণীয় হয়েছে। এছাড়াও অনিয়ন্ত্রিত জীবনযাপন ও খাদ্যাভ্যাস এ সংশ্লিষ্ট জটিলতার অন্যতম বড় কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। বয়স বিশ্লেষণে ২০ থেকে ৩০ বছরের মধ্যে এই জটিলতা কম পরিলক্ষিত হয়। গর্ভাবস্থা সংশ্লিষ্ট জটিলতা নিরসনে ও নিয়ন্ত্রণে তিনি এই গবেষণা প্রকল্পের ফলাফলের আলোকে সুশৃঙ্খল জীবনযাপন, সুষম খাদ্যগ্রহণ,শারীরিক ব্যায়াম ও মানসিক চাপমুক্ত থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন।

     

     

    উক্ত সেমিনারে বিভাগের অন্যান্য শিক্ষক ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ