• সারাদেশ

    লালপুরে কুত্তাগাড়ি সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

      প্রতিনিধি ১১ মার্চ ২০২৩ , ৬:০৫:১৮ প্রিন্ট সংস্করণ

     

    এ জেড সুজন মাহমুদ,

    লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের পাকা রাস্তার ওপর কুত্তাগাড়ির সঙ্গে মোটরসাইকেল আরোহী নূর মোহাম্মদের ছেলে শামীম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে।শনিবার (১১ মার্চ-২৩) সকাল ১১.০০ ঘটিকার সময় উপজেলার ওয়ালিয়া হয়তে দয়ারামপুরে মাঝামাঝি ফুলবাড়ীয়া নামক পাকা সড়কে এই ঘটনা ঘটে।

     

    নিহত ব্যক্তি হলেন, সিংড়া উপজেলার কেতাবাড়ই গ্রামের নূর মোহাম্মদের ছেলে শামীম মোহাম্মদ (১৮)। তিনি ফুলবাড়ীয়া মোড় হয়তে দয়ারামপুরের দিকে যাইতে বিপরীত দিক থেকে এক কুত্তাগাড়ী এসে সরাসরি মটরসাইকেল প্লাটিনা ১০০ সিসি, নাটোর-হ-১৪-০৪৩৮ আরহীকে মেরে দেন‌।

    ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী বুকে লেগে বুকের হাড্ডি ভেঙ্গে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় বলে ধারণা করা যাচ্ছে।

    এ বিষয়ে স্থানীয়রা ওয়ালিয়া পুলিশ ফাড়ীতে জানালে, ঘটনাস্থলে এসে লাশ ও গাড়ীসহ জব্দ করেন।

    বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোনোরুজ্জামান বলেন লাশ ও গাড়ী পুলিশের হেফাজতে আছেন ঘটনাটির সত্যতা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ