• সারাদেশ

    নীলফামারীতে পুরোদমেই চলছে আমন ধান রোপনের কাজ

      প্রতিনিধি ২ আগস্ট ২০২২ , ১২:১২:৫৫ প্রিন্ট সংস্করণ

    সঞ্জয় দাস, নীলফামারী জেলা প্রতিনিধি:

     

    টানা কিছু দিনের প্রচন্ড তাপদাহের কারনে মাঠ-ঘাট শুকিয়ে যাওয়ায় আমন ধান রোপন কিছুটা বিলম্বিত হলেও গত কয়েক দিনে থেমে থেমে কিছুটা বৃষ্টি হওয়ায় আমন ধান রোপনে ব্যস্ত হয়ে পরেছে কৃষকরা।

    এখন দম ফেলারও সময় নেই যেন তাদের । সকাল থেকে বিকেল পর্যন্ত ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন তারা।

    এক কৃষকের সাথে কথা হলে,জমিতে পানি ছিল না তাই ধান রোপন করতে পারিনি। এখন কিছুটা বৃষ্টি হয়েছে তাই পুরোদমে কাজ শুরু করেছি।

    বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম বৃষ্টি হয়েছে তাই হালচাষ করে ধান রোপন করছি।

    জমিতে পানি ছিলনা তাই অল্প কিছু জমিতে সেচ পাম্প দিয়ে ধান রোপন করছিলাম এখন বৃষ্টি হয়েছে জমিতে পানি আছে তাই পুরোপুরি ভাবে লোকজন নিয়ে ধান রোপন করছি।

    এ বিষয়ে কথা হলে নীলফামারী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) আবু বক্কর সিদ্দিক বলেন, এবারে জেলায় ১ লক্ষ ১৩ হাজার ১০ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ