• সারাদেশ

    সাঁথিয়ায় বৃদ্ধ বাবার মাথা ফাঁটালেন ছেলে

      প্রতিনিধি ৪ আগস্ট ২০২২ , ৯:১৮:৩০ প্রিন্ট সংস্করণ

    মোঃ রুবেল হোসেন বিশেষ প্রতিনিধিঃ

    পাবনার সাঁথিয়ায় আফতাব মোল্লা (৮০) নামে বৃদ্ধ বাবার মাথা ফাটালেন কামরুল ইসলাম (৪৭)। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া পৌরসভাধীন ৬ নং ওয়ার্ড সাঁথিয়া ফকিরপাড়া গ্রামে।কামরুল সাঁথিয়া ইসলামী ব্যাংকের বুথের গার্ডের চাকুরী করে।

    কাবাসী জানা যায়, আফতাব মোল্লার সাথে ছেলে কামরুলের দীর্ঘদিন ধরে ভরণ পোষন এবং পারিবারিক টখাটো বিষয় নিয়ে দ্বন্দ চলে আসছিলো। এরই জের ধরে গত বুধবার সকালে বাবা ও ছেলের মধ্যে কথা টা-কাটির এক পর্যায়ে কামরুল বৃদ্ধ বাবাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এর পর তার ছেলে মুল (২১) এবং স্ত্রী সীমা খাতুন লাঠি দিয়ে মার-পিট করলে সে গুরুতর আহত হয় এবং মাথা ফেটে যায় ড়ির প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে। আফতাব মোল্লার অবস্থার অবনতি হওয়ায় সাঁথিয়া হাসপাতালে চাকে ভর্তি করা হয়। এর আগেও সে একাধিকবার বাবাকে মারপিট করে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ