• সারাদেশ

    কালীগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ৩০ শতাংশ কোটা বহালসহ ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রধান

      প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৩ , ৭:২৭:২৪ প্রিন্ট সংস্করণ

     

    মো. ইব্রাহিম খন্দকার কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি //

    সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারক লিপি দিয়েছে‘ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ উপজেলা ইউনিট ।

    গাজীপুরের কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মঙ্গলবার দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের কাছে এ স্মারক লিপি প্রদান করেন।

     

    তাদের দাবিগুলোর মধ্যে- সকল শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তানদের সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করা, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের চাকরি থেকে বরখাস্ত করা, সম্পত্তি বাজেয়াপ্ত করা, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা, মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধাদের পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করা।

    গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক আহবায়ক ইব্রাহিম খন্দকার,গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ-সভাপতি মাহফুজা খাতুন,

    গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাংগঠনিক সম্পাদক শামসুুন নাহার সদস্য খোকন,সদস্য সোহেল সেলিমসহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ,জেলা উপজেলার নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধার সন্তানেরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ