• সারাদেশ

    কুমিল্লায় পুকুরে ডুবে  মামা ভাগ্নের  মৃত্যু 

      প্রতিনিধি ৯ অক্টোবর ২০২২ , ৬:১১:২৬ প্রিন্ট সংস্করণ

     

     

    সোহরাওয়ার্দী, কুমিল্লা প্রতিনিধিঃ

     

    কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম (১১) ও জোবায়দুল ইসলাম স্বপ্নীল (১০) সম্পর্কে মামা-ভাগিনা। স্বপ্নীল তার পরিবারের সাথে পূজার বন্ধে ঢাকার বাসা থেকে নানার বাড়িতে বেড়াতে আসে। জাহিদুল পূর্ব বামপাড়া গ্রামের আবুল কালাম ভুইয়ার ছেলে এবং স্বপ্নীল মনতলী গ্রামের মানিক মিয়ার ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ীর পাশে পুকুর পাড়ে যায় জাহিদুল ও স্বপ্নীল। তারপর আর বাড়ি ফিরে আসে নি। স্থানীয় জসীম উদ্দিন বিকেলে দুই শিশুর মরদেহ পুকুরে ভেসে উঠতে দেখে পরিবারের সদস্যদের জানায়। পরে তাদেরকে উদ্ধার করে নাঙ্গলকোটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নাঙ্গলাকোট থানার পুলিশ কর্মকর্তা এসআই উজ্জ্বল জানান, পরিবারের সাথে কথা বলে জানতে পরেছি তারা দুজনেই সাঁতার জানতো না।

    জাহিদুল ইসলাম স্থানীয় বেল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। জোবায়দুল ইসলাম স্বপ্নীল ঢাকার একটি মাদ্রাসায় ৩য় শ্রেণিতে পড়ে।

    এ নিয়ের তাদের আত্মীয় স্বজনরা শোকাতুর অবস্থায় আছে।তারা দেশবাসীর কাছে, তাদের রূহের মাগফিরাতের জন্য দুয়া চেয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ