• সারাদেশ

    ঝালকাঠিতে কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

      প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৩ , ১০:৩৪:২৯ প্রিন্ট সংস্করণ

     

    ঝালকাঠিতে বরিশাল-খুলনা মহাসড়কে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

     

    শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ১০টায় রাজাপুর উপজেলার নৈকাঠি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

     

    জানা গেছে, নিহতরা হলেন উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের আলী হায়দার হোসেন মহারাজ এবং আংগারিয়া গ্রামের আনোয়ার তালুকদার শাহিন। এদের মধ্যে শাহিন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। দু’জনেরই বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে।

     

    পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর থেকে প্রায় ঘণ্টাব্যাপী রাজাপুর-বেকুটিয়া সড়কে যান চলাচল বন্ধ ছিলো। পরে থানা পুলিশের সহায়তায় যান চলাচল শুরু হয়।

     

    এরপর রাত ১১টায় নিহতদের মরদেহ উদ্ধার করে রাজাপুর থানায় নিয়ে আসেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলের সদস্যরা।

     

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলকে চাপা দেয়া বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাসের সিলিন্ডার বহনকারী কাভার্ডভ্যানটিকে আটক করা হয়।

     

    তিনি আরও জানান, শনিবার সকালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ