প্রতিনিধি ১১ মে ২০২৩ , ৮:৩৩:৪৩ প্রিন্ট সংস্করণ
খ্যাতির শিখরে তুমি
ডা. তোফাজ্জল হোসেন তারা
পাবনার আকাশে ফুল ফুটেছে
সাহাবুদ্দিন চুপ্পু নাম
পরিচর্যা হয়েছে বাগান বিলাসী
কেউ দিত না দাম।
আযান পড়েছে দূরে কোথাও
ঐ যে ভোর বেলা
সবার ঘরে সবাই চেতন
যদিও সকাল বেলা ।
গোছানো কথায় কবিতাগুলি
পড়েছি বার বার
আয়না দেখি বায়না ধরি
যমুনা নদীর পার ।
কে জানে কোন রাষ্ট্রপতি
পার হয়েছে ফেরিতে
ঘন্টার পর ঘন্টা গেছে
পার হয়েছে দেরিতে।
ভাব গাম্ভীর্য উঁকি দিত আমার
সুপ্ত চিন্তা চেতনা
যাপিত জীবন সার্থক হলো
তোমার পদ চারণা ।
উর্বর মাটি সমতল পাবনা
নদী বিধৌত ভূমি
উঠে এসেছো সর্বোচ্চ চূড়ায়
খ্যাতির শিখরে তুমি।