প্রতিনিধি ২১ মার্চ ২০২৩ , ৩:৩১:০৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ
খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে স্থানীয়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সকালে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্থানীয় পাহাড়ি বাঙালির মাঝে এসব মানবিক সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা। মানবিক সহায়তার মধ্যে রয়েছে অসহায়দের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও সোলার প্যানেল বিতরণ, মসজিদে ফ্যান ও বিহারে পানির টাংকি প্রদান, কৃষকের মাঝে কৃষি সামগ্রী বিতরণ, ঘর নির্মানের জন্য ঢেউটিন প্রদান, গরীব শিক্ষার্থীদের সাঝে বই বিতেণ।
দুর্গম জনপদে স্থিতিশীলতা ও শান্তি – সম্প্রীতি বজায় রাখতে সিন্দুকছড়ি জোনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জোন অধিনায়ক।
এ সময় অন্যানোর মাঝে জোন উপ-অধিনায়ক মেজর মোঃ আসাদুজ্জামান খন্দকার, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সরকার শরিফুল ইসলাম সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।