প্রতিনিধি ২২ মার্চ ২০২৩ , ৯:৩০:২০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
বৃহত্তর কাশীনাথপুর প্রাইভেট স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ মার্চ বুধবার কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
বৃহত্তর কাশিনাথপুর প্রাইভেট স্কুল কলেজের সভাপতি মো. মফিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে। আরো উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহী। বৃহত্তর কাশিনাথপুর প্রাইভেট স্কুল কলেজের সাধারণ সম্পাদক কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সভাপতি ডা. আমিরুল সানু। আরো উপস্থিত ছিলো কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির, মিলেনিয়াম একাডেমির প্রধান শিক্ষক রেজাউল করিমসহ দুই স্কুলের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
উল্লেখ্য উক্ত খেলায় মিলেনিয়াম একাডেমিকে ১-০ গোলে হারিয়ে এ মৌসুমে শিরোপা জিতে নেয় কাশিনাথপুর বিজ্ঞান স্কুল।