প্রতিনিধি ২৯ মার্চ ২০২৩ , ৪:২৯:২৩ প্রিন্ট সংস্করণ
সোহরাওয়ার্দী খান, কুমিল্লা
কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ১৯২টি ট্যাব বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর ১৯২ শিক্ষার্থীর হাতে প্রধামন্ত্রীর উপহার ট্যাবগুলো তুলে দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
জানা যায়, ২০২১ সালের জনশুমারী ও গৃহগণনা প্রকল্পে ব্যবহৃত ওই ট্যাবগুলোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেন। সেই ধারাবাহিকতায় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কার্যালয় এর আয়োজনে এবং বাংলাদেশে পরিসংখ্যান ব্যুারো এর সহযোগিতায় চান্দিনাতে ১৯২টি ট্যাব বিতরণ করা হয়।
এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ। উপজেলা পরিসংখ্যান কার্যালয় এর পরিসংখ্যান তদন্তকারী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু মুসা এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মো. খুরশীদ আলম, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক, মহিচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র দাস প্রমুখ।