• আরো

    জবি শিক্ষক সমিতির মানববন্ধন কর্মসূচি ঘোষণা

      প্রতিনিধি ২ এপ্রিল ২০২৩ , ৭:৪০:৪৫ প্রিন্ট সংস্করণ

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির বেঁধে দেয়া সময়ের মধ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠনসহ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ না করায় শিক্ষক সমিতি নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ এপ্রিল, সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনের ঘোষণা দেয়। আজ (২ এপ্রিল) রবিবার শিক্ষক সমিতির সভাপতি আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজানের শুভেচ্ছা নিবেন। গত ১৫ মার্চ ২০২৩ এ বিশেষ একাডেমিক কাউন্সিল (৬৪ তম) এর সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় এককভাবে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ২৯ মার্চ ২০২৩ এ অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক বিশেষ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে অদ্য ০২ এপ্রিল ২০২৩ এর মধ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠনসহ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের আশু ব্যবস্থা নেয়ার জন্য মাননীয় উপাচার্যকে গত ২৯ মার্চ ২০২৩ এ লিখিতভাবে জানানো হয়। উল্লেখ্য যে, সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ০২ এপ্রিল ২০২৩ এর মধ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠনসহ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা না হলে ০৩ এপ্রিল ২০২৩ থেকে দাবী আদায়ে বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই অংশ হিসেবে আগামীকাল ০৩ এপ্রিল ২০২৩ সকাল ১১:০০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে কালোব্যাচ ধারণ করে মানববন্ধন করা হবে। তবে পরীক্ষাসমূহ এই কর্মসূচীর আওতামুক্ত থাকবে। কর্মসূচীতে সকল সহকর্মীর স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ আশা করছি।

    উল্লেখ্য, গত ২৯ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত সাধারণ সভায় ৩৫০ জন সহকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত সকল সহকর্মী ১৫ই মার্চ ২০২৩ এ একাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত বাস্তবায়নে আগামী ২ এপ্রিল ২০২৩ এর মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ