প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৩ , ৯:৫৪:১২ প্রিন্ট সংস্করণ
ফয়জুল্লাহ স্বাধীন : একসময় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যেত যেই লঞ্চঘাটে, এখন যাত্রী শুন্য সেই লঞ্চঘাট। আধুনিক পল্টন এবং আশপাশ সংস্কার করা হলেও ভোলার খেয়াঘাটে মিলছে না পর্যাপ্তযাত্রী। এতে করে লঞ্চ ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছে। বিছিন্ন দ্বীপ জেলা ভোলা তথা পুরো দক্ষিণাঞ্চল থেকে অন্য জেলাগুলোতে যাতায়াত ব্যবস্থা সাধারণত নৌপথে। তাই লঞ্চ রুটে প্রতিনিয়ত যাত্রী থাকার কথা থাকলেও ভোলার খেয়াঘাট প্রায় যাত্রী শুন্য।
লঞ্চ কর্তৃপক্ষরা জানান- ভোলার ইলিশা থেকে ঢাকায় স্বল্প সময় যাত্রীরা পৌঁছাতে পারে। বিশেষ করে আমাদের ভোলার খেয়াঘাট থেকে লঞ্চগুলো রাত্রিকালীন ছাড়া হয়। আর চরফ্যাশন, লালমোহন বোরহানউদ্দিন থেকে যেই যাত্রীগুলো আসে তারা ডে-সার্ভিসের আশায় আসে।তাই প্রায় সকলেই ইলিশা হয়ে ঢাকা যায় বিদায় এই যাত্রীশূন্য।
খেয়াঘাট রুটের কর্ণফুলী-১০ লঞ্চের একাধিক স্টাফরা জানান- ইলিশা থেকে গ্রীন লাইন তথা দ্রুতগামী লঞ্চগুলো হওয়াতে যাত্রী এখন ইলিশা মুখী। আর এখন সামনে ঈদ তাই ঢাকা থেকে যাত্রীর চাপ বেশি। এজন্যই ভোলা থেকে ঢাকা মুখি যাত্রীর চাপ কম। যদিও বরাবরের মতো এই রুটে যাত্রী অল্পই থাকে।
সাধারণ যাত্রীরা জানান- ইলিশা ঘাট থেকে তিন থেকে চার ঘন্টায় ঢাকায় যাওয়া যায়। আর ইলিশা রুটে সব সময় লঞ্চ পাওয়া যায়। তাই আমরা ইলিশা হয়েই বেশিরভাগ সময় ঢাকায় যাই। ভোলার খেয়াঘাট দিয়ে যাওয়াই পড়ে না।