প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৩ , ১০:০১:০১ প্রিন্ট সংস্করণ
আব্দুল জব্বার পাবনা প্রতিনিধি:
তীব্র গরম আর লোডশেডিংও দমাতে পারেনি পাবনার ঈদ বাজারকে। দিনের আলোতে বাজার যতোটা জমজমাট তার চেয়ে রাতেই বেশি জমজমাট। বিকেলে গড়িয়ে সন্ধ্যা হলেই যেন মানুষের উপচেপড়া ভিড় জমে পাবনার বিপণিবিতানগুলোতে। মধ্য রাত পেরিয়েও সাধ্যের মধ্যে কেনাকাটা করে বাড়ি ফিরছেন মানুষ।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই মানুষের আনাগোনা বাড়তে থাকে। একটু বেলা বাড়তেই মানুষের ভিড় জমতে শুরু করে। লোকে লোকারণ্য হয়ে যায় বিপণিবিতান ও শপিংমলগুলো। তীব্র গরমকে উপেক্ষা করেই ঈদ আনন্দে পোশাক কিনতে মানুষের ঢল নামে। মাথার ওপর থেকে সূর্য ঢলে পড়লে মানুষের আরও ভিড় বাড়তে থাকে। বিকেলেও ভিড় জমে তবে ইফতারের পর মানুষের ঢল নামে। মধ্যরাত পর্যন্ত মানুষের এই ঢল অব্যাহত থাকে।
এই ঢলে পুরুষের তুলনায় নারীর সংখ্যাই বেশি। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে তাদের ইচ্ছের পোশাক কিনতে হাজির বিপণিবিতান ও শপিংমলতে। এছাড়াও তরুণদের উপস্থিতিও বেশ লক্ষণীয়। নামিদামি মার্কেটের পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও ভিড় দেখা যায়।
নাজিরগঞ্জ থেকে ঈদ মার্কেট করতে আসা সাইফুল জানান তীব্র তাপদাহের পরও ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদের নতুন পোশাকতো অবশ্যই দরকার। সেজন্য পরিবারের সবাই মিলে ঈদের কেনাকাটার জন্য এসেছি। তবে তার অভিযোগ অন্য বছরের তুলনায় এবার পোশাকের দামটা বেশি।
কাশিনাথপুর স্কুল রোডের মাই চয়েস টেইলাস এর স্বত্বাধিকারীরা জয়নুল জানান ঈদের আর বেশি দেরি নেই। আশানুরুপ সেল হচ্ছে, বাকি দু’দিন আরো বেশি সেল হবে বলে যানান তিনি।