• আরো

    ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ ঊপজের শাখার সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন

      প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৩ , ১০:০৭:২৪ প্রিন্ট সংস্করণ

     

    বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলাার কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন

    পবিত্র মাহে রমজান এর বিদায় মূহুর্তে রহমত, মাগফেরাত, নাজাত এর শেষ লগ্নে ঈদুল ফিতরের আগামনী বার্তা নিয়ে আমাদের বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের সঙ্গে আমরা ঈদ আনন্দ উদযাপন করবো। আমাদের মনে রাখতে হবে, জীবনের জন্যই আনন্দ। উৎসব জীবনেরই অনুষঙ্গ। আমরা মহান আল্লাহর ইচ্ছায় মাহে রমজানের রোজা পালন করেছি। রোজা শেষে আমাদের মধ্যে ফিরে আসুক ঈদ-উল ফিতরের আনন্দের পূর্ণতা। নিয়মের বেড়াজালেও ঈদ হোক নিরাপদ, ঈদ হোক আনন্দময়। পরিশেষে আমি সবার সুস্থতা কামনা করছি। সকল মুসলমানদের আবারও ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারক বাদ জানাই। বাংলাদেশ প্রেস ক্লাবের গাজীপুর জেলার কালীগঞ্জের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের রইল অগ্রীম শুভেচ্ছা।

     

    ঈদের আনন্দ ই হোক আপনাদের প্রতি দিনের আনন্দ, হাসিঁ কান্না, সূখ -দু:ক্ষ, ভাগাভাগি করে নেওয়ার মধ্যে যে প্রশান্তি

    তাই আমরা সকলে মিলে মিশে সকলের সুখে এবং দূ:ক্ষে একে অপরের প্বার্শে থাকবো এটাই হোক আপনাদের আগামী দিনের অঙ্গিকার, আসুন আমরা সকলে সকলের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি,আমরা অন্যর জন্য আমাদের আশেপাশে যারা অবস্থা খারাপ তাদেরকে আমরা আমাদের সাধ্য মতো সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

     

    পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সকল বিশ্বের মুসলিম জাতিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারক বাদ জানাই, সক ল ভেদাভেদ ভূলে গিয়ে মহান আল্লাহর কাছে শুকুরিয়া জানাই, আল্লাহর কাছে আমরা আমাদের তারবীহ, সেহরী, রোজা, ইফতার কে কবুল করুন, আমাদের মধ্যে যাদের মা বাবা এবং আত্মীয় স্বজনরা মারা গেছেন যেন জান্নাত বাসী হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ