প্রতিনিধি ২ মে ২০২৩ , ৫:৩২:৩০ প্রিন্ট সংস্করণ
সাঁথিয়া পাবনা প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১ টার দিকে কাশিনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন , সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের সামান্যপাড়া গ্রামের চাঁদ আলী মৃধার ছেলে জুয়েল হোসেন (২৫) ও একই গ্রামের সোহান শেখের ছেলে সুরুজ শেখ (১৮)।
সাঁথিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বেলা ১১টার দিকে ইট বহনকারী একটি ট্রলি কাশিনাথপুর থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাশিনাথপুর রেলক্রসিং পার হবার পর শাহজাদপুর ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে জুয়েল ও সুরুজ নিহত হন। তারা সম্পর্কে চাচাতো ভাই ও ট্রলি চালক ছিলেন।