প্রতিনিধি ২ মে ২০২৩ , ৭:০১:৩৭ প্রিন্ট সংস্করণ
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ চৌহালী উপজেলার এনায়েতপুর থানার আজুগড়া গ্রামে সোমবার রাতে বাড়ির আম গাছের ডালের সাথে ফাঁস নিয়ে করিম নামে এক যুবক আত্মহত্যা করেছে।
করিমের বাবা,মা জানান, ইমন ভ্যান গাড়ি চালাতো আর্থিক সংকটের কারনে করিম ভ্যান গাড়িটি বিক্ররি করতে চায় , তার স্ত্রী ভ্যান গাড়ি বিক্রি করতে দিবে না , এই নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়ে করিমের স্ত্রী ছেলে,মিয়ে রেখে বাবার বাড়ি চলে যায়,সেখান থেকে করিমের স্ত্রী চাকরি করতে ঢাকায় চলে যায়।
করিমের মা বলেন বউ চলে যাওয়ার কারনে অভিমান করে আমার ছেলে আত্মহত্যা করেছে।
করিম পাঁচ ভাই বোনের মধ্যে করিম সবার বড় । করিমের দুই মেয়ে এক ছেলে।
করিমের ছেলে বলে আমি সকালে ঘুম থেকে উঠে দরজার খুলে দেখি আমার বাবা আম গাছের সাথে ঝুলে রয়েছে।
এনায়েতপুর থানার পুলিশ খবর পেয়ে করিমের বাড়ি চলে আসে, ঘটনাস্থলে সবার জবানবন্দী নিয়ে কারো কোন অভিযোগ না থাকায় করিমের লাশ হস্তান্তর করা হয়।