প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ৯:১৫:২৬ প্রিন্ট সংস্করণ
মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ০৫টি প্রতিষ্ঠানকে ৮০০০/( আট হাজার ) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
১৪ই মে রবিবার কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া কালীগঞ্জ উপজেলার বালীগাও, উপজেলা চত্বরের প্বার্শের মার্কেটের ০৫ টি দোকানে ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে এই জরিমানা করা হয়েছে।
কোন আইন এ কয়টি মামলাঃ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় ০৪ টি মামলায় ৬,০০০/- এবং ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ০৫(১)ছ ধারায় ০১ টি মামলায় ২,০০০/- জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলোর মালিক এর নাম:(১) কামরুল ইসলাম ২০০০ টাকা, (২) মো: তাইজুল ইসলাম ২০০০ / টাকা, (৩) মোঃ মুছা পাঠান ২০০০/ টাকা, (৪) নূরুল ইসলাম ১০০০/ টাকা, (৫)আসাদুল ইসলাম ১০০০ টাকা।
সর্বমোট ৮০০০ টাকা জরিমানা করেছেন।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জনাব উম্মে হাফছা নাদিয়ার সাথে সর্বক্ষন ছিলেন বেঞ্চ সহকারি মাহবুবুল ইসলাম কালীগঞ্জ থানার পুলিশ সাব ইন্সেপক্টর মো: ফজলুল হক এবং সঙ্গীয় ফোর্স ।
সহকারী কমিশনার ( ভূমি), কালীগঞ্জ, গাজীপুর বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।