• আরো

    দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন প্রদান

      প্রতিনিধি ১৯ মে ২০২৩ , ৯:২৯:৫৬ প্রিন্ট সংস্করণ

    দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন প্রদান

     

    নিজস্ব প্রতিবেদকঃ

     

    খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাস-টার্মিনাল সংলগ্ন লারমা স্কয়ার বাজারে গত (বুধবার) গভীর রাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৪ জন ব্যবসায়ীদের মাঝে এক বান করে ঢেউটিন প্রদান করেছে দীঘিনালা উপজেলা আ’লীগ।

     

    ১৮ মে (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১ টায় বাস-টার্মিনাল সংলগ্ন হোটেল একতা ইন’র সামনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন বিতরণ করেন উপজেলা আ’লীগের সভাপতি মো. কাশেম।

     

    এ সময় উপজেলা আ’লীগের সহ-সভাপতি নিউটন মহাজন, জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ফরাজি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সীমা দেওয়ান, উপজেলা যুবলীগের সাংগঠিক সম্পাদক নয়ন দাশ প্রমূখ উপস্থিত ছিলেন।

     

    উপজেলা আ’লীগের সভাপতি মো. কাশেম বলেন, উপজেলা আ’লীগ ইতোপূর্বেও দূর্যোগে ও নানা সংকট কালীন মুহূর্তে সাধারণ মানুষের পাশে ছিলো। আমাদের পক্ষ থেকে এমন সহযোগিতা কার্যক্রম পরবর্তীতেও অব্যাহত থাকবে।

     

    এরআগে গতকাল (বুধবার) বিকেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৭১ হাজার টাকা প্রদান করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ