প্রতিনিধি ২২ মে ২০২৩ , ১:১৩:০৮ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার:
দীর্ঘ ১৫ বছর ধরে সুজানগর উপজেলায় সহকারী শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন বিধান চন্দ্র ঘোষ। আজ ২২ মে তাঁর শেষ কর্মদিবস। গতকাল রবিবার সুজানগর তাঁর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আর ৩ মাস পরে তিনি অবসরে যাবেন।
সুজানগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শোভা বর্ধনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। প্রকৃতিপ্রেমী বিধান চন্দ্র ঘোষ তার দীর্ঘ কর্মজীবনের পাশাপাশি নিজ ক্যামেরায় সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও দর্শনীয় স্থান সুনিপুণভাবে তুলে ধরেছেন।
তিনি শাহজাদপুর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। বিভাগীয় প্রার্থী হিসেবে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। পরবর্তীতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে ২০০৫ সালের ১ ফেব্রুয়ারি সুজানগর উপজেলায় যোগদান করেন। একই পদে ২০০৯ সালের মাঝমাঝি সময়ে পাবনার আটঘরিয়া উপজেলায় যোগদান করেন। আবার ২০১৩ সালের মাঝামাঝি সময়ে সুজানগরে যোগদান করেন। ২০২৩ সালের ২১ মে পর্যন্ত তিনি নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৬৪ সালের ৩১ আগস্ট, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শাহজাদপুর পৌরসভার চালা শাহজাদপুর মহল্লায় এক শিক্ষক পরিবারে। বাবা-মা দুই জনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। ছেলে ও মেয়ের শিক্ষার ভিত্তি তৈরি কর্মক্ষেত্র সুজানগর উপজেলা থেকে। ছেলে বুয়েট থেকে বিএসসি ইন্জিনিয়ারিং সম্পন্ন করে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে কর্মরত। মেয়ে রাজশাহী কলেজে বিএসসি অনার্স তৃতীয় বর্ষে
অধ্যায়নরত।