প্রতিনিধি ১৯ জুন ২০২৩ , ৭:৩২:২১ প্রিন্ট সংস্করণ
মোঃমাসুদ রানা, নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক এর নির্দেশক্রমে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মানিকছড়ি তিনটহরী এলাকায় অবস্থিত ২০ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১৮ জুন) সকালে ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির অংশ হিসেবে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে একটি র্যালি বের হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রমা সড়ক প্রদক্ষিণ করে সদর দপ্তর এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় ২০ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের পরিচালক (চ.দ) আফজাল হোসেন, সহকারী পরিচালক মো. রুবেল হোসেন, তানজিনা হোসেন তৃনা ও কোম্পানি কমান্ডারবৃন্দসহ ব্যাটালিয়নের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।