প্রতিনিধি ২ জুলাই ২০২৩ , ৮:৪৭:৫৯ প্রিন্ট সংস্করণ
মিজানুর রহমান কাজল:
ঈশ্বরদীর মুলাডুলি ফার্মগেট এলাকায় আজ দুপুর ১২টার দিকে মোটর চালিত রিক্সা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে তাসনিয়া লামিয়া (৩) নামে শিশু ঘটনাস্থলে নিহত। মুলাডুলি শেখ পাড়া সুমন আলী প্রামাণিকের মেয়ে।
পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিষ কুমার স্যান্নাল ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত বার্তা একাত্তর নিউজে জানান, নিহতের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।