• আরো

    পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় বালু ব্যবসায়ী নিহত 

      প্রতিনিধি ৭ জুলাই ২০২৩ , ৭:২৬:২৯ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ কায়সার আহম্মেদ,পাবনা সংবাদদাতাঃ পাবনার চাটমোহরের দ্রুত গতি সম্পন্ন বিলাস বহুল আন্তনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস এর ধাক্কায় প্রান হারিয়েছেন আব্দুল করিম (৩৫) নামক একজন বালু সরবরাহকারী। তার ভাই লিখন (৩০) এর অবস্থাও সংকটাপন্ন।

     

    শুক্রবার (৭ জুলাই) দুপুরে চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকর পাড়া রেলক্রসিং-এ এ দূর্ঘটনা ঘটে। আব্দুল করিম ও লিখন পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের হাসানুল ইসলামের ছেলে।

     

     

    জানা গেছে, অল্প কিছু দিন আগে ইট, বালি পরিবহনের জন্য কুত্তা গাড়ি কেনেন আব্দুল করিম। দুই ভাই গাড়িটিতে করে বিভিন্ন যায়গায় ইট, বালি সরবরাহ করতেন। শুক্রবার সকালে দুই ভাই চাটমোহরের প্রভাকর পাড়া এলাকায় বালু সরবরাহ করতে আসেন। ফেরার পথে প্রভাকর পাড়ার অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় আন্তনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস তাদের কুত্তা গাড়িটিকে ধাক্কা মারে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পরে দুই ভাই মারাত্মক আহত হন।

     

    এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসা চলা কালীন সময়ে প্রাণ হারান আব্দুল করিম। দুপুর দুইটার দিকে স্বজনরা চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে কান্নায় ভেঙে পরেন। উন্নত চিকিৎসার জন্য লিখনকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তারা।

     

    প্রভাকর পাড়া এলাকার মিনারুল জানান, দূর্ঘটনার খবর পেয়ে এগিয়ে গিয়ে দেখি দুই ব্যক্তি পরে রয়েছেন। আমরা তাদের হাসপাতালে নিয়ে আসি।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ