• আরো

    ভোলায় তিন কেজি গাঁজাসহ আটক-১

      প্রতিনিধি ২০ জুলাই ২০২৩ , ৯:১২:২১ প্রিন্ট সংস্করণ

     

     

    ফয়জুল্লাহ স্বাধীন: ভোলার ইলিশা ফেরিঘাটে ৩ কেজি গাঁজাসহ সাব্বির হোসেন হাওলাদার(২২) নামের এক যুবককে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।

     

    পুলিশ সূত্রে জানা যায়- ২০ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম মোস্তফা(নি:), সংগীয় এস আই রিপন, এএসআই মাইনুল,কং/১২৭৯ শরিফ,কং/৮৮৭ মাকসুদ,কং/৯২৩ রাফসান,কং/ ইমরান,কং/৭৭৪ জসিম সহ ইলিশা ফেরিঘাট থেকে এই মাদক কারবারিকে আটক করেন।

     

    আটক সাব্বির হোসেন হাওলাদার বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ভোজমহল এলাকার শহিদ হাওলাদার এর ছেলে বলে জানা গেছে।

     

    এ সময় এসআই গোলাম মোস্তফা(নি:) জানায়- আটককৃত আসামির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ