প্রতিনিধি ১২ আগস্ট ২০২৩ , ১১:৪৬:৩৭ প্রিন্ট সংস্করণ
মো. রেজোয়ান বিশ্বাস সুজানগর উপজেলা প্রতিনিধি:
আর্থিক অস্বচ্ছতায় কি থেমে যাবে গোল্ডেন জিপিএ ৫ পাওয়া দিনমজুরের মেয়ে ইভার পড়াশোনা? দারিদ্র্যকে জয় করে এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ- ৫ পেয়েছে পাবনা জেলার সুজানগর উপজেলার মানিকহাট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অদম্য মেধাবী ছাত্রী তামান্না আক্তার ইভা। তার বাবা সুজানগর উপজেলার খয়রান গ্রামের দিনমজুর মোমিন আলী খান এবং মা ইনিয়া খাতুন গৃহিণী। ইভা প্রাথমিক সমাপনী পরীক্ষায়ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। তবে দারিদ্র্যকে জয় করে সে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ- ৫ পেলেও ইভার ভবিষ্যৎ শিক্ষা জীবন নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন তার হতদরিদ্র বাবা-মা।
ইভার বাবা মোমিন আলী খান জানান, একমাত্র বসতভিটা টুকু ছাড়া তার আর কোন জায়গা জমি নেই। তাছাড়া ৫ সদস্যের সংসারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি । তিনি দিনমজুরের কাজ করে যা আয় করেন তা দিয়ে সংসারের ব্যয়ভার মিটিয়ে ইভাসহ তার ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া আরেক মেয়ের লেখাপড়ার খরচ চালানো অত্যন্ত কষ্টসাধ্য। কিন্তু তারপরও এতদিন তিনি খেয়ে না খেয়ে অতি কষ্টে দুই মেয়ের লেখাপড়ার খরচ চালিয়ে আসছেন।
তবে বর্তমানে তিনি সীমাহীন অভাব-অনটন আর বিভিন্ন প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করে ইভাকে ভালো কলেজে ভর্তি করাতে পারবেন কিনা এনিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।
মেধাবী ছাত্রী ইভা জানায়, তার স্বপ্ন দেশের একটি ভালো কলেজে লেখাপড়া করা। কিন্তু দিনমজুর বাবার আর্থিক সংকট তার সে স্বপ্ন পূরণে বড় বাধা। আর তাইতো উচ্চ শিক্ষার প্রতি প্রবল মনোযোগী মেধাবী ছাত্রী ইভা তার সেই স্বপ্ন যাতে অধরাই থেকে না যায় সেজন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেছেন।