• আরো

    আত্রাইয়ে আ’লীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৩ , ৫:৫৫:৩৫ প্রিন্ট সংস্করণ

    স্টার্ফ রিপোর্টার:

     

    নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

     

    আজ রোববার বিকেলে বিশা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে সমসপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

     

    বিশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি খাজা হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহ-সভাপতি আজিজুর রহমান, আজহারুল ইসলাম ও নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদা বেগম, বিশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ছাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

     

    সমাবেশ থেকে বক্তারা সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকরীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক সাস্তির দাবি জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ