প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৩ , ৭:২৭:৪২ প্রিন্ট সংস্করণ
মো: শাহরিয়ার ইমন(৪৬ ব্যাচ) বুটেক্স প্রতিনিধি :
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ক্যাম্পাসে গত ১৫ আগস্ট অভ্যন্তরে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীরা হামলা করে।তার প্রেক্ষিতে ১৬ আগস্ট ভার্সিটি প্রশাসন হতে একটি বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়,১৫ আগস্ট, জাতীয় শোক দিবসের প্রাক্কালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তায় স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল ছেলেদের ক্রিকেট খেলার বল শিক্ষার্থীদের গায়ে লাগে। এতে শিক্ষার্থীরা তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। যা নিয়ে ২ থেকে ৩ ঘন্টা পর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ১৫ আগস্টের আলোচনা সভা চলাকালে আশপাশের এলাকার কিছু উচ্ছৃঙ্খল ছেলে বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে আক্রমন করে। এতে বেশ কিছু জানালার গ্লাস ভেঙ্গে যায়। একই সময়ে ঐ ভবনের সামনে থাকা শিক্ষার্থীদের প্রায় ১০টি মোটরসাইকেলেও ভাঙচুর চালায় হামলাকারীরা। এরুপ ঘটনায় আলোচনা সভায় আগত শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে এবং উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এমতাবস্থায়, উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের নিবৃত করে। ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে আসেন এবং শিক্ষার্থীদের কড়া নির্দেশ প্রদান করেন যাতে এ নিয়ে আর কোনো অপ্রিতীকর ঘটনা না ঘটে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে আক্রমনকারী উচ্ছৃঙ্খল ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ দাখিল করা হয়েছে এবং অনুরোধ করা হয়েছে যে, এ ঘটনায় দায়ীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জন্য। একই সাথে শিক্ষার্থীরা যাতে স্থানীয় বখাটেদের পুন:বার আক্রমনের শিকার না হয় সে বিষয়েও দেখভাল করতে তাদের অনুরোধ করা হয়েছে।
পুলিশ প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশ্বস্ত করেছে যে, দ্রুততম সময়ের মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। হামলাকারীদের ধরতে ইতিমধ্যে পুলিশ মাঠে নেমেছে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশ্বস্ত করেছেন।
শোকাবহ আগস্ট মাসে উদ্ভূত এই পরিস্থিতিতে অনাকাঙ্খিত যে কোনো পরিস্থিতি এড়িয়ে চলতে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের ধৈর্য্য ও সহিঞ্চুতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান। পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাস এবং পরীক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
এ ঘটনার পর আবাসিক হল এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে বুটেক্স প্রশাসন। এমনকি বিশ্ববিদ্যালয়ের উত্তর ফটকের রাস্তা দিয়ে শিক্ষার্থীদের অবাধে চলাচলে যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয় সে বিষয়ে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য,এই ঘটনা পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা ১৬ ই আগস্ট এর সকল ক্লাস বর্জন করে তাদের দাবি আদায়ের একাগ্রতা প্রকাশ করেন।