• আরো

    রামগড়ে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নারী নির্যাতন ইভটিজিং বিরোধী বিট পুলিশিং সভা

      প্রতিনিধি ২২ আগস্ট ২০২৩ , ৬:৩৮:৩৪ প্রিন্ট সংস্করণ

     

    মোঃশাহাদাত হোসেন রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

     

    ”পুলিশই জনতা জনতাই পুলিশ” এই শ্লোগাকে সামনে রেখে পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় থানার আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

     

    মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে রামগড় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রামগড় থানার বিট পুলিশিং কর্তৃক মাদক চোরাচালান, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং আলোচনা সভার আয়োজন করা হয়।

     

    রামগড় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মিজানুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে এবং রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলার নবাগত পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, পৌর মেয়র মো. রফিকুল আলম কামাল, থানার ওসি তদন্ত মো.ফখরুল ইসলাম।

     

    প্রধান অতিথি মুক্তা ধর পিপিএম (বার) বলেন, সামাজিক শৃঙ্খলা, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ। এছাড়া ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা, পোস্টার, লিফলেট প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

     

    সমাবেশে বক্তারা বলেন সরকার নারী নির্যাতন, ধর্ষন, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, জঙ্গী দমন ও মাদক সংশ্লিষ্টদের কোন ছাড় নেই। নারী নির্যাতন, ধর্ষন, বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, জঙ্গী দমন ও মাদক এর মত ঘটনা না ঘটে সে দিকে পুলিশের পাশাপাশি সকলের খেয়াল রাখতে হবে।

     

    এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ