প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৩ , ১১:৪০:৩০ প্রিন্ট সংস্করণ
মোঃ আমিনুর স্টাফ রিপোর্টার:
ঢাকার ধামরাইয়ে আব্দুল লতিফ এর নিজ অর্থায়নে ১৩ টি গরু ও ২০ টি খাসি দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গনভোজের আয়োজন করেছেন ঢাকা জেলা আওয়ামী যুবলীগের নেতা। প্রায় ২৫ হাজার লোককে দাওয়াত করে তিনি এই গনভোজের আয়োজন করেন। গনভোজ অনুষ্ঠানে বিশাল জনসভায় পরিনত করে তাক লাগিয়ে দিলেন যুবলীগ নেতা। এ নিয়ে উপজেলা বিভিন্ন এলাকার চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মুহুল্লায় চলছে সমালোচনা।
ঢাকা জেলা আওয়ামী যুবলীগের নেতা আব্দুল লতিফ বলেন,বঙ্গবন্ধুকে ভালোবেসে এমন অনুষ্ঠান করেছি, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে আবারো ক্ষমতায় রাখতে আওয়ামী লীগের যত রকম দিবস আছে সেগুলো এর চেয়ে ভালো ভাবে পালন করে যাবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি শীতকালে ধামরাই উপজেলার ১৬ ইউনিয়নে গবির অসুহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি।
গতকাল বিকেলে উপজেলার সোমভাগ ইউনিয়নের কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শোক দিবসের অনুষ্ঠানে ঢাকা জেলা যুবলীগের সাবেক সদস্য ও বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল লতিফের সভাপতিত্বে আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বীরমুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান (সি আই পি) উদ্বোধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এম,পি (ঢাকা ২০) বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন।
অনুষ্ঠানে মধ্যে আরো বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব বিএসটি আইয়ের পরিচালক আফসার উদ্দিন জিন্নাহ,ধামরাই উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সদস্য সানাউল হক সুজন, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব,ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য মোঃ শাহিনুর ইসলাম(শাহীন) কুশুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ১ নং যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম (জাহিদ) সহ আওয়ামী সহযোগী অঙ্গ সংগঠনের কর্মীরা।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য বলেন, বিএনপি জামাত কখনো দেশের মঙ্গল চায় না। এরা ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক। জিয়াউর রহমান ক্ষমতায় আসার জন্য একটি নীল নকশা তৈরি করছে।