• আরো

    মায়ের সাথে অভিমান করে চতুর্থ শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা

      প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৩ , ৩:১৩:১৩ প্রিন্ট সংস্করণ

     

     

    এনামুল হক স্টাফ রিপোর্টার:

     

    নারায়ণগঞ্জের ফতুল্লায় মায়ের সাথে অভিমান করে জান্নাতুল ইসলাম জামিয়া নামের চতুর্থ শ্রেনীর এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে ফতুল্লা থানার নন্দলালপুর এলাকায় এঘটনা ঘটে।

     

    নিহত জান্নাতুল ইসলাম জামিয়া (৯) নন্দলালপুর এলাকার রোলিং মিল শ্রমিক জালাল উদ্দিনের মেয়ে। সে স্থানীয় শরীফ কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেনীর ছাত্রী।

     

    নিহতের বাবা জালাল উদ্দিন জানান, জান্নাতুল ইসলাম জামিয়া স্কুলে যাওয়ার সময় তার মাকে না বলে আলমারীতে রাখা সমিতির কিস্তি দেয়ার ৫০০টাকা নিয়ে যায়।

     

    এরপর দোকান থেকে একটি ছোট বোতলের কোক ও একটি চীপস কিনে বাড়িতে আসার পথে বাকি টাকা হারিয়ে যায় জান্নাতুলের কাজ থেকে এতে তার মা তাকে বকা বকি করেন।

     

    পরে তখন জান্নাতুল জামিয়া জেদ করে স্কুল ড্রেস পড়া অবস্থায় ঘরের আড়ার সাথে গলায় ফাস দেয়। তাৎক্ষনিক বিষয় ঘরের অন্যান্যরা দেখতে পেলে জান্নাতুল জামিয়াকে উদ্ধার করে শহরের খানপুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

     

    ফতুল্লা মডেল থানার এসআই বেলায়েত হোসেন বলেন নিহতের পরিবার ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য আবেদন করেছে। আমাদের অফিসার ইনচার্জ বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে লাশ দাফনের অনুমতি দিয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ