প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৩ , ৯:২৬:৩৪ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ সেপ্টেম্বর বুধবার উপজেলার ভূলতা ইউনিয়নের মুর্তজাবাদ এলাকার স্বর্গীয় কালাচান পালের বাড়ীর দূর্গা মন্দিরে এই প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রূপগঞ্জ উপজেলা সভাপতি গনেশ চন্দ্রপাল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য সিমা রাণী পালসহ উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উক্ত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে পবিত্র গীতা পাঠ ও প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক (এমপি)।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রূপগঞ্জ উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমাকান্ত সরকার, সমাজ সেবক অধ্যাপক ডাঃ শ্যামল সরকার, ভোলাবো ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি বাদল দাস চৌধুরী, রূপগঞ্জ উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি বাবুল চন্দ্র সীল, আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম রানা প্রমুখ।
পরে পবিত্র গীতা পাঠ ও প্রার্থনা সভা শেষে মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা গাউছিয়া গোলচত্বর থেকে গোলাকান্দাইল সাওঘাট এলাকা পর্যন্ত প্রদক্ষিন র্যালী করে। পরে এই আনন্দ শোভাযাত্রা ও র্যালীতে অংশগ্রহণ করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ হিন্দু ধর্মাবলম্বীর নারী শিশুসহ হাজার হাজার ভক্তবৃন্দরা।