প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৩ , ৮:১৭:৫৯ প্রিন্ট সংস্করণ
গত ০১-০৮-২০২৩ খ্রি.আলোকিত বার্তা ৭১ কতৃক কুড়িগ্রামের একটি সংবাদ প্রচার করা হয়। যে সংবাদটি মিথ্যা, বানায়াট কল্পনাপ্রসূত,ভিত্তিহীন ও একটি দুশ্চরিত্র মেয়ের নোংরা বহিঃপ্রকাশ।
প্রকৃত ঘটনাটি হচ্ছে আমার তথা কথিত স্ত্রী নিশাত সুলতানা আখি একজন বদমেজাজি ও ঝগড়াটে মহিলা। বিবাহ পরবর্তী সময়ে আখি ও তার মা আমাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলো।ইতিপূর্বে নির্যাতনের শিকার হয়ে গত ২৫-০২-২০১৯ ইং জিডি নং-১৩০১ এবং ২১-০২-২০২২ জিডি নং-১০০৩ এবং ২৪-০২-২০২২ জিডি নং-১৯৫২ যথাক্রমে দক্ষিণ খান ক্যান্টনম্যানাট ও উত্তরা পশ্চিম থানায় পৃথকভাবে তিনটি জিডি করা হয়েছে। নির্যাতন করা অবস্থায় আমার বন্ধু আচ পেয়ে ৯৯৯ এয় কল দেয় ও উত্তরা থানা পুলিশ আমাকে উদ্ধার করে পরবর্তীতে আমি আমার বন্ধু বাসায় উঠি।
অতঃপর আমার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে গত ০১-০৫-২০২২ তারিখে কাজি অফিসে গিয়ে আইনানুগ ভাবে আমার স্ত্রী কে ডিভোর্স প্রদান করি। এতে নিশাদ সুলতানা আখি নোটিশ পাওয়ার পরে আমার বাসা থেকে আসবাবপত্র ইলেকট্রনিক সরঞ্জাম নগদ টাকা সহ ১০,০০,০০০ টাকার মূল্যবান মালামাল নিয়ে গ্রামের বাড়ি পালিয়ে যায়।
পরবর্তীতে নিশাদ সুলতানা আখি ১৫-০৭-২০২২ তারিখ নারী ও শিশু নির্য়াতন অধিদপ্তরে ধর্ষণ সংক্রান্ত মামলাসহ আমার বিরুদ্ধে ৩ টি মিথ্যা বানোয়াট মামলা করে যা এখন ও চলমান।
এমনতা অবস্থায় মামলাবিচারধিন থাকা অবস্থায় আমার বক্তব্য না নিয়ে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশিত হয়। আমার শ্রদ্ধেয় মা -বাবকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়। আমি এই সংবাদের তীব্র নিন্দা জানাই।
নিবেদন – মো.ইউসুফ আলী বিপ্লব।। কোমরভাঙ্গী(আকন্দপাড়া).পো. যাদুরচর,উপজেলা – রৌমারি, জেলা- কুড়িগ্রাম।