প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৩ , ৬:৩৩:৫২ প্রিন্ট সংস্করণ
এনামুল হক:- আলোকিত বার্তা ৭১,স্টাফ রিপোর্টার।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের শীতলক্ষ্যা নদীর দুই তীরে স্থাপিত সীমানা পিলার পুনঃজরিপের কাজ শুরু করা হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দরের যৌথ উদ্যোগে বাংলাদেশ অভ্যন্তরীণ বিআইডব্লিউটিএ নৌপরিবহনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফের পরিচালনায় ১ হাজার সীমানা নির্ধারণী পিলারের পুনঃজরিপ কাজ শুরু করে।
এসময় বিআইডব্লিউটিএর ঘোড়াশাল নদী বন্দরের উপ পরিচালক এহতেশামুল পারভেজ, নির্বাহী প্রকৌশলী রবিউল আলম, উপ-সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন শিপনসহ রূপগঞ্জ নৌ-পুলিশ, রূপগঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনী উপস্থিত ছিলেন।
এসময় অভ্যন্তরীণ বিআইডব্লিউটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, আমরা শীতলক্ষ্যা নদীর সীমানা নির্ধারণী পিলারের পুনঃজরিপ কাজ শুরু করা হয়েছে। সকল সীমানা পিলার নির্মাণ না হওয়া পর্যন্ত এ কাজ অব্যাহত থাকবে।