প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ১:৫৪:৩২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
পাবনা জেলা যুবদলের কমিটি গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের সমালোচনার ঝড় উঠেছে এতে তৃণমুলের যুবদলের নেতাকর্মীদের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
সরজমিনে দেখা যায়, গত ৮ সেপ্টেম্বর সোমবার ছবির গল্পের প্রতিষ্ঠাতা ও জাতীয়তাবাদ আদর্শের নেতা সাংবাদিক খালেদ হোসেন পরাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবনা জেলা যুবদলের কমিটি গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে ১ নং সদস্যর পদবী নিয়ে পদ বাণিজ্যর অভিযোগ তোলে। দীর্ঘদিন দলের সাথে সম্পৃক্ত না থাকা ব্যবসায়ীকে কমিটির গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত করা নিয়ে অভিযোগ তোলা হয়। এছাড়াও দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রামে যাদের অংশগ্রহণ নেই তাদের বিপুল পরিমাণে অর্থের বিনিময়ে কমিটিতে অন্তর্ভুক্তি করার পায়তারার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান তিনি। বিগতদিনে পাবনা জেলা যুবদলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দরা অর্থের বিনিময়ে বিভিন্ন ইউনিটে পকেট কমিটির নজির বিদ্যামান। এ সময় তারা ভাঙ্গুড়া উপজেলার শিল্পপতি, সুজানগরের গার্মেন্টস ব্যবসায়ী ও চাটমোহর উপজেলার রাজাসহ বিভিন্ন ইউনিয়নে বিপুল পরিমাণে উৎকোষ গ্রহনের সুপষ্ট প্রমাণ পাওয়া যায়।
এ বিষয়ে চাটমোহর উপজেলা বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, চাটমোহরের ব্যবসায়ী রাজার কাছে প্রায় ১৫ লক্ষ টাকা উৎকোষ গ্রহণ করেন হিমেল রানা গং। এ রকম অর্থের বিনিময়ে বিভিন্ন জায়গায় হিমেল রানা গং পদ বাণিজ্য করে থাকে।
সকল প্রকার পদ বাণিজ্যের অভিযোগ সাংবাদিক খালেদ হোসেন পরাগ উপস্থাপন করায় জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানার নেতাকর্মীরা তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে৷ তারা পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল ও রাষ্ট্রপতি বীরমুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিনর সাথে ব্যাক্তিগত পারিবারিক ছবি দিয়ে মিথ্যা-কুৎসা রটাচ্ছে হিমেল রানা গং। বিশ্বস্ত সুত্রে জানা যায় তাদের দুজনের সাথে সাংবাদিক পরাগের পরিবারিক আত্মীয়তার সম্পর্ক বিদ্যামান।
বিএনপির তৃনমুল নেতা কর্মীদের কাছে খালেদ হোসেন পরাগের বিষয়ে জানতে চাওয়া হলে তারা বলেন, ছবির গল্পের প্রতিষ্ঠাতা পরাগ বিএনপির জন্য প্রায় দুই দশক ধরে বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে দলকে জনগণের সামনে তুলে ধরেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশপ্রেম ও তৃণমুলের সভা নিয়ে ছবির গল্পের বিশেষ প্রকাশনা বের করে সুনাম অর্জন করেছেন সাংবাদিক পরাগ।
এছাড়াও গত বছরে পাবনায় ছবির গল্পের আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, এক এগারো সমর্থিত সরকারের সময় বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের যোগ্য জবাব দিয়েছে ছবির গল্প। ছবির গল্পের পরাগ বিএনপির ক্রান্তিলগ্নে অগ্রণি ভুমিকা পালন করেছে।
এ বিষয়ে অভিযুক্ত পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানার সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় পেলে বিষয়টি পাশ কাটিয়ে যান ও মুঠোফোন কেটে দেন।
এ বিষয়ে অভিযুক্ত পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ বলেন, কমিটি বাণিজ্যর বিষয়টি মিথ্যা ও বানোয়াট। দলের গতিশীল কার্যক্রমকে থামিয়ে দেওয়ার জন্য কুচক্রী মহলের ষড়যন্ত্র।
এ বিষয়ে অভিযোগকারী সাংবাদিক খালেদ হোসেন পরাগ বলেন, বাংলাদেশের জনসাধারণের রাজনৈতিক দল বিএনপির জন্য দীর্ঘ দুই যুগ মেধা খাটিয়ে পরিশ্রম করে যাচ্ছি। দলের স্বার্থের কথা ভেবে দল যেন ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য এরুপ পকেট কমিটির বিরুদ্ধে সংগ্রাম চলবে। গত ১৫ বছরে রাজপথের এমনো অনেক পরীক্ষিত কর্মী আমাদের দলে রয়েছে যার পকেটে টাকা নেই তবুও দূর-দূরান্ত থেকে দলীয় কার্যালয়ে এসে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে দলের কর্মসুচি পালন করেছে নিঃস্বার্থভাবে, দলে তাদের মূল্যায়ন নিশ্চিত করতে আমাদের লড়াই চলছে চলবে।
উল্লেখ্য, পাবনা জেলা যুবদলের বিগত কমিটির সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানা ও সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ কর্তৃক পদ বাণিজ্যর অভিযোগের সুপষ্ট প্রমান পাওয়ায় কমিটি বিলুপ্ত করে দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ।