• সারাদেশ

    ডিমলায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম শুভ জন্মদিন পালন

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ৬:২৭:৪২ প্রিন্ট সংস্করণ

     

     

    সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:

     

    নীলফামারীর ডিমলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালন করা হয়। মঙ্গলবার (১৮ই অক্টোবর) ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। সকালে ডিমলার বিজয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও বেলায়েত হোসেনের সভাপতিত্বে শেখ রাসেল জন্ম দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়াারুল হক সরকার মিন্টু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সামছুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দিকা, যুবলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, ১০টি ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠন, এনজিও কর্মী, সাংবাদিকবৃন্দ ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ