• সারাদেশ

    বাংলাদেশ বেতার কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন

      প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৩ , ৬:০৮:২৬ প্রিন্ট সংস্করণ

    এম জি রাব্বুল ইসলাম পাপ্পু :
    বাংলাদেশ বেতারের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ বেতার তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। ৬ নভেম্বর ২০২৩, সোমবার বাংলাদেশ বেতার তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জনাব শান্তি রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে উপস্থিত সকল কর্মচারীর সম্মতিক্রমে মোঃ সেহেল রানা-কে সভাপতি, মোঃ এরশাদুল ইসলাম খান সোহাগ কে সাধারণ সম্পাদক, মোঃ মুশফিকুর রহমান-কে সাংগঠনিক সম্পাদক করে আগামী ১ বছরের জন্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

    বাংলাদেশ বেতার তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির নবগঠিত কেন্দ্রীয় কমিটর সহ-সভাপতি হিসেবে রয়েছেন হাজী মো: হায়াতুজ্জামান, বিপ্রদাস সান্যাল ও মোঃ ইউসুফ আলী।

    কেন্দ্রীয় কমিটির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ আহসানুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আরও রয়েছেন মোঃ হেদায়েত উল্লাহ।

    এছাড়া কমিটির অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ কামরুজ্জামান, মোঃ মিজানুর রহমান দপ্তর সম্পাদক, মোঃ রিয়াজ হোসেন প্রচার সম্পাদক, মোঃ মৃনাল মিয়া সমাজ কল্যান সম্পাদক, মোঃ সালাউদ্দিন সাগর ক্রিড়া সম্পাদক, মোঃ মাজহারুল ইসলাম সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক, মোঃ মাসুম হায়দার নিবির গ্রন্থাগার সম্পাদক, নাজমা খাতুন মহিলা বিষয়ক সম্পাদক। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ নূরুল ইসলাম খান, মোঃ রেজাউল করিম, মোঃ আল আমীন, মোঃ আরকাবুল ইসলাম এবং মোঃ তাজুল ইসলাম।
    নবগঠিত কমিটির সভাপতি মোঃ সোহেল রানা ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মোঃ এরশাদুল ইসলাম খান জানান বাংলাদেশ বেতারের কর্মচারীদের ন্যায্য দাবী দাওয়া আদায়ে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া কর্মচারীদের বিপদে আপদে তাদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন তারা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ