প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৩ , ৬:৪৭:৪৮ প্রিন্ট সংস্করণ
এনামুল হক স্টাফ রিপোর্টার:
আসছে আগামী ৭ই জানুয়ারি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় চতুর্থবারের মতো নৌকা প্রতীক পেয়ে সংসদ নির্বাচন করছেন গোলাম দস্তগীর গাজী।
গতকাল বিকেল ৫টার দিকে রুপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মিরকুটিরছাও ৬ নং ওয়ার্ডে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পক্ষে উঠান বৈঠক ও মিছিলসহ প্রচার-প্রচারণা চালায় ৬ নং ওয়ার্ডের নৌকা প্রতীকের সমর্থক আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পরে মিছিল শেষে উঠান বৈঠক ও আলোচনা করেন এ সময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড মেম্বার আবু ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এডভোকেট স্বপন ভূইয়া, আওয়ামী লীগ নেতা রিপন ভূঁইয়া, সরকারি মুড়াপাড়া কলেজের জিএস সজীবসহ, ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
পরে উঠান বৈঠকে রুপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি এড.স্বপন ভূঁইয়া বলেন, এই রূপগঞ্জের প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের উন্নয়নের ছোঁয়া লেগে আছে। টানা তিনবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কে নৌকা প্রতীক দিয়েছেন এবং রূপগঞ্জের জনগণ গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কে টানা তিন বার নৌকায় বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। তারই ধারাবাহিকতায় টানা চতুর্থবারের মতো আবারো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাম দস্তগীর গাজীকে যোগ্য মনে করে রূপগঞ্জে নৌকা প্রতীক দিয়েছেন। ইনশাল্লাহ আসছে আগামী ৭ই জানুয়ারি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় গোলাম দস্তগীর বীর প্রতীক কে আবারো বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠাবে রূপগঞ্জের জনগণ।
পরে এডভোকেট স্বপনের বক্তব্য শেষে একে একে সবাই বক্তব্য রাখেন।