• সারাদেশ

    কামারহাট সর্বজনীন কালী মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে মহানাম সংকীর্ত্তণ অনুষ্ঠান 

      প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারি ২০২৪ , ৯:৫৯:২২ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ রফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার:

    গত ১৩ ই ফাল্গুন(২৬শে ফেব্রুয়ারী রোজ সোমবার সন্ধায় পবিত্র গিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়নের অন্তর্গত কামার হাট সর্বজনীন কালী মন্দিরে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তণ অনুষ্ঠান।

    উক্ত অনুষ্ঠানে শ্রী জগদীশ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে এবং শ্রী কাঞ্চন পোদ্দারের সঞ্চালনায় প্রবিত্র গীতা থেকে পাঠ করেন অধ্যাপক দিবাকর গোস্বামী ভগবতভূষন, দর্শনশাস্ত্রি, এম এস সি

    মহানামযজ্ঞের শুভ অধিবাস শুরু হয় রাত ১০.০১ মিনিটে।শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ ১৪ ফাল্গুন(২৭ ফেব্রুয়ারী) রোজ মঙ্গলবার অরুণোদয় হইতে ১৯শে ফাল্গুন(৩ রা মার্চ) রোজ রবিবার অরুণোদয় পর্যন্ত মহানামযজ্ঞে নামসুধা পরিবেশনায় মোট সাতটি(৭) দল অংশ নিয়েছে

    গৌড়গোপাল সম্প্রদায মাদারীপুর রামকৃষ্ণ সম্প্রদায় সিরাজগঞ্জ শ্রীশ্রী ঠাকুর সংঘ সম্প্রদায় গোপালগঞ্জ শ্রী হরি সম্প্রদায় বাগেরহাটের রাধাশ্রী সম্প্রদায মাগুড়াশচ্চীতা নন্দন সম্প্রদায় গোপালগঞ্জ হরিবাসর সম্প্রদায় পাবনা।

    সরজমিনে গিয়ে দেখা দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্তবৃন্দের পদচারনায় কামারহাট সর্বজনীন কালীমন্দির প্রাঙ্গন মুখরিত হয়ে উঠেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ