প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৪ , ৮:৪৯:৪৩ প্রিন্ট সংস্করণ
মো. মিজানুর রহমান কাজল স্টাফ রিপোর্টার:
ঈদের দিন ঘনিয়ে আসছে। বিপণিবিতানে বাড়ছে ক্রেতাসমাগম। সাধারণত বেশির ভাগ মানুষ ঈদ সামনে রেখেই নতুন পোশাক কিনে থাকেন। পবিত্র ঈদুল ফিতরেই সারা দেশের ছোট-বড় বিপণিবিতান, হাটবাজারের দোকানপাটে জামা-জুতা, শাড়ি-চুড়ির মতো হরেক রকম পণ্যের সবচেয়ে বড় রকমের বেচাকেনা হয়। নানা বয়সের নানা পেশার মানুষ বিপণিবিতানগুলোয় কেনাকাটায় ভিড় জমান।
ঈদের আর বাকি কয়েকদিন তাইতো ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে ঈদ কেনাকাটায় ব্যস্ত পাবনাবাসী। পাবনার বিভিন্ন শপিংমল গুলোতে ঘুরে দেখা মেলে এমন চিত্র। পাবনার বেড়া -সাঁথিয়া কাশিনাথপুরের গামেন্টস জুতার দোকান থেকে শুরু করে কসমেটিকস দোকানগুলোতে ভিড় পাওয়া যায় লক্ষনীয়ভাবে।
তবে ক্রেতারা বলছে গত বছরের তুলনায় এ বছরে পোশাকের দাম একটু বেশি। দোকানদারা বলছেন আমাদের কেনা দাম থেকে কিছুটা বেশি নিয়ে পন্য বিক্রি করছি। কাশিনাথপুর মাই চয়েস টেইলাস এন্ড ফেব্রিকস এর প্রোপাইটর জয়নুল আবেদিন জানান প্রতি বছরের ন্যায় এবারেও কেনাকাটা ভালো। তবে অন্য বছর গুলোতে রমজানের পুরো মাস কেনাবেচা হতো। তবে এবার কিছুটা ভিন্ন দেখা যাচ্ছে, ঈদ যতই ঘনিয়ে আসছে কেনা-বেচা ততটাই বাড়ছে।
ঢালারচর থেকে ঈদের কেনাকাটা করতে এসেছেন মারিয়া তার পছন্দ সহিত জামা ক্রয় করতে নিজে ভালোমন্দ দেখে ঈদ আনন্দে মাতোয়ারা হতে চান তিনি। তিনি জানান তার ঈদ কেনাকাটার বাজেট ৫ হাজার এর মধ্যে পছন্দ মতো পোশাক ক্রয় করববেন তিনি।
জুতা বিক্রেতা আক্কাস আলী জানান এবার জুতার দাম কিছুটা বেশি তবে আশানুরূপ বিক্রি পাচ্ছি। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই কেনাকাটা বাড়ছে।