• সারাদেশ

    কালীগঞ্জ প্রেস ইউনিটির ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৪ , ১২:৪১:৫৬ প্রিন্ট সংস্করণ

     

    নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর জেলার কালীগঞ্জ প্রেস ইউনিটির ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভায় সকল সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ প্রেস ইউনিটির উদ্যোগে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আজাদ কমিউনিট সেন্টারের এ ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ প্রেস ইউনিটির আহবায়ক দৈনিক ঢাকার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার (গাজীপুর) জাকারিয়া আল মামুন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও দৈনিক দেশ রূপান্তর কালীগঞ্জ প্রতিনিধি মুহাম্মদ নুমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমজাদ হোসেন স্বপন , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাতাব উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কালীগঞ্জ প্রেস ইউনিটির ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভায় সকল সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতি মাহফিলকে যেন সাংবাদিকদের মিলনমেলায় পরিণত করেছে। সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আজ উপজেলার সকল সাংবাদিক একত্রিত হয়েছে। সকলের সাথে ইফতারে অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগলো। উদ্বোধক ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে কালীগঞ্জ প্রেস ইউনিটির সকল সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদপ্রকাশের ভূয়সি প্রশংসা করে ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করেন। এসময় কালীগঞ্জ প্রেস ইউনিটির ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ ফারুক, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শাহজাহান , মানবাধিকার কমিশন কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল খান, কালিগঞ্জ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম খান, কালিগঞ্জ প্রেস সোসাইটির সভাপতি আখতারুজ্জামান, সাংবাদিক সোসাইটির সিনিয়র যুগ্ম সম্পাদক পনির খন্দকার, সাংবাদিক আজগর পাঠান সোরহাব আলী, সাংবাদিক মনজুর হোসেন, অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন, মানবাধিকার কর্মী হেলাল খান সহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কালীগঞ্জ উপজেলার প্রয়াত সকল সাংবাদিকদের রুহের মাগফিরাত ও সকল সাংবাদিকদের এক ও অভিন্ন হয়ে কাজ করার তৌফিক দান করতে বিশেষ মোনাজাত করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ