• সারাদেশ

    পাবনায় অফিস সহকারীর বিরুদ্ধে ভূয়া নিয়োগপত্র দিয়ে ৪লাখ ৭০হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 

      প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৫ , ৬:৫৭:০৯ প্রিন্ট সংস্করণ

    পাবনায় অফিস সহকারীর বিরুদ্ধে ভূয়া নিয়োগপত্র দিয়ে ৪লাখ ৭০হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

     

    পাবনার বেড়া উপজেলা আমিনপুর থানার আব্দুল আওয়াল মোল্লা  (৫৫) নামের এক বিদ্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে চাকুরীর ভূয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার করে প্রায় ৪ লাখ ৭০হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা চাইতে গেলে জানে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।

     

     

    সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে ভুক্তভোগী রাকিবুল ইসলাম সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে

    আওয়াল মোল্লা আমিনপুর থানার মীর্জাপুরের মৃত জলিল মোল্লার ছেলে। তিনি আমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে চাকুরীরত

    লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভূমি মন্ত্রাণলয়ে অফিস সহায়ক পদে চাকুরী দেওয়ার কথা বলে রাকিবুল ইসলামের থেকে প্রথমে ২ লাখ ৭০ হাজার টাকা নেয়। টাকা দেওয়ার পরে অভিযুক্ত আওয়াল মোল্লা তাকে একটি নিয়োগপত্র দেন। পরবর্তীতে আওয়াল মোল্লা তাকে ঢাকায় নিয়ে যায়। ঢাকা নিয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় ঘুরায়। সে তাকে একটি ভূয়া নিয়োগপত্র দেয়। সেজন্য সে কোন অফিসে যোগদান করাতে পারে নাই। সে ঢাকা থেকে চলে এসে ভুক্তভোগীর বাড়ি থেকে আরও দুই লাথ টাকা নেয়। সব মিলিয়ে ৪ লাথ ৭০ হাজার টাকা নেয়। পরবর্তীতে সে বিষয়টি ভূয়া ও প্রতারণা বুঝতে পেরো কৌশলে ঢাকা থেকে পালিয়ে বাড়ীতে চলে আসে। বাড়ীতে আসার তার থেকে টাকা ফেরত চাইলে সে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

     

     

    ভুক্তভোগী রাকিবুল ইসলাম বলেন, সে আমাকে ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। সে একজন প্রতারক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

     

     

    এ বিষয়ে  মোঃ আওয়াল মোল্লার সাথে মুঠো ফোনে যোগাযোগ করতে গেলে  তার ফোনটি বন্ধ পাওয়া যায় ।

    সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ