• সারাদেশ

    সাঁথিয়ায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান: অর্থদণ্ড ও ভাটা বন্ধ ঘোষণা 

      প্রতিনিধি ৬ মার্চ ২০২৫ , ৮:৫৬:২২ প্রিন্ট সংস্করণ

    সাঁথিয়ায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান: অর্থদণ্ড ও ভাটা বন্ধ ঘোষণা

     

    মোঃ ফেরদৌস হাসান

     

    অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে নেমেছে সাঁথিয়া উপজেলা প্রশাসন। অভিযানের অংশ হিসেবে ০৫ মার্চ (বুধবার) সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাঁথিয়া উপজেলা প্রশাসন।

     

     

    সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।

     

     

    সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে সাঁথিয়া উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ