প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৩৫:১৮ প্রিন্ট সংস্করণ
কাশিনাথপুর হাটবার মানেই তীব্র যানজট
আব্দুল জব্বার প্রকাশক:
উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত পাবনার বেড়া, সাঁথিয়া ও সুজানগর উপজেলার কেন্দ্রস্থল কাশিনাথপুর। ভৌগলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার কারণে এ এলাকা পাবনা জেলার একটি গুরুত্বপূর্ণ ব্যবসা ও পরিবহন কেন্দ্র। চার থানা ও তিন উপজেলার মানুষের আনাগোনা হয় এখানে।
হাটবারে যানজটের চরম ভোগান্তি
কাশিনাথপুরে সপ্তাহে দু’দিন— বৃহস্পতিবার ও রবিবার—বড় হাট বসে। কৃষক ও ব্যবসায়ীরা পেঁয়াজ, রসুন, ধান, কলাইসহ বিভিন্ন কৃষিপণ্য নিয়ে বাজারে আসেন। কিন্তু নির্দিষ্ট হাটের জায়গা না থাকায় রাস্তার ওপরেই হাট বসে, ফলে পুরো এলাকায় সৃষ্টি হয় ভয়াবহ যানজট।
আজ বৃহস্পতিবার (হাটবার) কাশিনাথপুর বাজারে গিয়ে দেখা গেছে, রাস্তার দুই পাশে অবৈধভাবে বসানো দোকানপাট ও হাটের কারণে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে।
> “কাশিনাথপুরে হাটবার হলে গাড়ি চালানো দুঃস্বপ্ন হয়ে যায়। রাস্তার ওপর হাট বসার কারণে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়।”ঢাকাগামী যাত্রী বাংলা স্টারের মোহাম্মদ রাশেদ বলেন—“পাবনা থেকে ঢাকা পর্যন্ত কোথাও যানজট পাইনি, কিন্তু কাশিনাথপুর হাটবারে এসে প্রায় এক ঘণ্টা আটকে আছি।”
কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মুন জানায়—হাটবারে প্রচণ্ড যানজট হয়। স্কুলে যেতে দেরি হয়, কখনও ক্লাস মিস করতে হয়।
ভ্যানচালক আব্দুল ওহাব বলেন—
> “আমাদের চলাচল খুবই কষ্টকর হয়ে পড়েছে। প্রায়ই আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত জ্যামে আটকে থাকতে হয়।”
কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহী বলেন—আমরা চেষ্টা করছি হাটটি অন্যত্র স্থানান্তরের জন্য। হাট সরে গেলে যানজট অনেকটাই কমে যাবে।”
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান—হাটকে নির্দিষ্ট স্থানে স্থানান্তরের পরিকল্পনা চলছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
কাশিনাথপুর কেবল স্থানীয় নয়, আঞ্চলিক ব্যবসা ও পরিবহনেরও কেন্দ্রবিন্দু। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে এ সড়ক দিয়ে। হাট স্থানান্তর বা সুশৃঙ্খল ব্যবস্থাপনা ছাড়া যানজট নিরসন সম্ভব নয়। স্থানীয়রা তাই অবিলম্বে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন।