• সারাদেশ

    উলিপুরে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

      প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২২ , ১০:৩৭:৪৫ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ রোকন মিয়া কুড়িগ্রাম প্রতিনিধিঃ

    কুড়িগ্রামের উলিপুরে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি হিরো হাঙ্ক মোটরসাইকেলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

     

    গ্রেফতারকৃতরা হলেন- ফুলবাড়ী উপজেলা কাশিপুর ইউনিয়নের উত্তর অনন্তপুর এলাকার নুর হোসেনের পুত্র এজাজুল হক ওরফে রেজাউল(৪০) এবং একই এলাকার ফজলুর রহমানের পুত্র হেলাল উদ্দিন(২৩)।

     

    জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নাগড়াকুড়া টি বাঁধ এলাকায় অভিযান চালায় উলিপুর থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী এজাজুল হক ও হেলাল উদ্দিনের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি হিরো হাঙ্ক মোটরসাইকেল সহ তাদের গ্রেফতার করা হয়।

     

    বৃহস্পতিবার(২৭ অক্টোবর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ